Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

যোগাযোগ ব্যবস্থা

উপজেলা সদর থেকে দাঁতমারা ইউনিয়ন পরিষদ সহ বিভিন্ন গ্রামের যাতায়াত ব্যবস্থা- (টাকার হিসাব জনপ্রতি)

 

ক) উপজেলার বিবিরহাট বাজার হতে দাঁতমারা বাজার পর্যন্ত - সিএনজিতে-  ৭০/- (জনপ্রতি)বাসে ৪৫/-।

খ) শান্তিরহাট বাজার থেকে দাঁতমারা বাজার- ১০/- (জনপ্রতি), রিক্সাযোগে- ২০/- (জনপ্রতি)। বাস এ ০৫/-

গ) শান্তিরহাট থেকে হেয়াকো বাজার সিএনজিতে - ২০/- (জনপ্রতি), রিক্সাযোগে- ৬০-৭০/- (জনপ্রতি)। বাসে ১০/-

ঘ) দাঁতমারা বাজার থেকে হেয়াকো বাজার, সিএনজিতে ১০/- বাসে ০৫ টাকা, রিকশা যোগে ৫০/-

ঙ) দাঁতমারা বাজার থেকে বালুখালী গ্রাম (আফজল আহামদ মেম্বারের বাড়ী পর্জন্ত)সি এন জি রিজার্ভ ৭০-৮০ টাকা।

চ) দাঁতমারা বাজার থেকে নিচিন্তা গ্রাম পর্জন্ত সি এন জি রিজার্ভ ৬০-৭০টাকা।

ছ) শান্তিরহাট থেকে হাসনাবাদ মুন্সিপাড়া পর্জন্ত সি এন জি রিজার্ভ ২২০ থেকে ২৫০টাকা।