দাঁতমারা ইউনিয়ন (ইংরেজি:Dantmara Union) চট্টগ্রাম জেলার অন্তর্গত ভূজপূর থানার একটি ইউনিয়ন ।
উত্তরে: ভারতের ত্রিপূরা রাজ্য এবং বাগানবাজার ইউনিয়ন
পূর্বে: মানিকছড়ি উপজেলা
দক্ষিণে: নারায়নহাট ইউনিয়ন
পশ্চিমে: সীতাকূণ্ড পাহাড় রেঞ্জ
ইতিহাসঃ
২ নং দাঁতমারা ইউনিয়ন,ডাক: দাঁতমারা, থানা: ভূজপুর,উপজেলা: ফটিকছড়ি,জেলা: চট্টগ্রাম-৪৩৫৫।আয়তনের দিক দিয়ে এটি ফটিকছড়ি উপজেলার দ্বিতীয় বৃহত্তর ইউনিয়ন। এটি ফটিকছড়ি উপজেলার উত্তরাঞ্চলে অবস্থিত এবং বিভক্ত ‘ভূজপুর’ থানার অর্ন্তভূক্ত হয় ২০07খৃষ্টাব্দে।
নামকরনঃ জনশ্রুতি আছে যে, কোন এক সময় একটি পাগলা হাতি বড় একটি গাছে দাঁত দিয়ে আঘাত করেছিল। এরপর ঐ গাছকে ‘দাঁতমারা’ বলা হতো। পরবর্তীতে আশে পাশের এলাকা সমূহ ‘দাঁতমারা’ হিসেবে পরিচিতি লাভ করে। এবং এ নামেই ইউনিয়নের নাম করন করা হয়। উল্লেখ্য ‘দাঁতমারা’ বাজারকে স্থানীয়ভাবে এক সময় ‘সাবর (সাহেবের) হাট’ বলে ডাকা হতো।
আয়তন ৯৪.৫৮ বর্গকি.মি। ওয়ার্ড ৯ টি। সর্বমোট খানা ১১৯৯১ টি। লোকসংখ্যা ৭৫০০০।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস