স্থান
ডাকঘর: হেয়াকো, উপজেলা: ফটিকছড়ি, জেলা: চট্টগ্রাম।
কিভাবে যাওয়া যায়
চট্টগ্রাম শহর থেকে মুরাদপুর হয়ে হাটহাজারী উপজেলা সড়ক হয়ে ফটিকছড়ি উপজেলার বিবিরহাট হয়ে ভূজপুর থানার কাজিরহাট,মির্জারহাট, নারায়ণহাট দিয়ে দাঁতমারা ইউনিয়নের শান্তিরহাট বাজার, দাঁতমারা বাজার পেরিয়ে হেয়াকো এলাকায় অবস্থিত এশিয়া বিখ্যাত রাবার বাগান “দাঁতমারা রাবান বাগান”। চট্টগ্রাম শহর থেকে বাস ও সিএনজি অটোরিকসায় করে আসা যায় উক্ত এলাকায়। চট্টগ্রাম হেয়াকো বাসে করে জনপ্রতি ১১০ টাকা এবং সিএনজিতে পর্যায়ক্রমে ১৮০ টাকা ভাড়া। হেয়াকো বাজারে নেমে যে কোন পথে যাওয়া যায় দাঁতমারা রাবার বাগান এলাকায়। আর দ্বিতীয় রুট হলো ফেনী খাগড়াছড়ি মহাসড়কে মিরসরাই উপজেলার করেরহাট বাজার হয়ে ইউনিয়নের হেয়াকো বাজারে আসা যায়। এতে রয়েছে বাংলাদেশ বনশিল্প কর্পোরেশন এর সহ মহাব্যবস্থাপকের কার্যালয় সহ বিভিন্ন স্পট।